স্বরচিত কবিতাঃ আমার কবিয়ালী
আমার কবিয়ালী
-মোঃ আবেদ সাদউল্লাহ
মাঝ বয়সে রাত্রি দ্বি প্রহরে জানতে পারলাম শেষে-
সাহিত্য আর আমার মধ্যে ব্যবধান তোমার জানার দোষে।
পাহাড় সমান দ্বিধা দ্বন্ধ পেরিয়ে যখন নিলাম কাগজ কলম কালি
পাশ ফিরে বললে তুমি, মাঝ রাতে জাগলো কি তোমার কবিয়ালী?
দেখো সব কবির জীবনী গল্প ঘেটে - বিশাল বিশাল কাব্য লিখে,
কেমন করে মরিয়াছে সুকান্ত নজরুল শেষ জীবনে এসে।
তোমার নেই তো রবি ঠাকুরের মতো বিশাল জমিদারী
সকালে উঠিয়া না করিলে বাজার হইবে মুস্কিল ভারী।
তার চাইতে আরামের ঘুম করো না গো নষ্ট আজি
সুস্থ হয়ে বেচে থেকে সন্তান দের দিও গো সময়খানি
কবিতা না লিখে সেই প্রতিভা কে লাগিয়ো জীবনোপার্জনেই।
কি করিব আমি? দুই খানা লাইন যেই এসেছিলো মনে উবিয়া গেল তাই।
সব গুছিয়ে সব সরিয়ে চাদর টেনে শুলাম পাশ ফিরে-
জীবন সংসারে অসহায় আমি সবকিছু যে আমায় ঘিরে।
ভাবতে লাগলাম সংসার আর সাহিত্য বুঝি একসাথে হয়নি কারো
সবার জন্য আপন জীবন বিলিয়ে দিয়ে নিজের তৃপ্তি টুকু ছাড়ো।।
Comments
Post a Comment